Login Register
ফেসবুক লগিন সমস্যা

গতবছর থেকেই বুঝতে পারছিলাম, ফেসবুক লগিন সিস্টেম যেভাবে একের পর এক কঠিন সমস্যা সৃষ্টি করে চলেছে, তাতে আর বেশিদিন ফেসবুক লগিনের উপর নির্ভর করা যাবে না। আজ সেই আশঙ্কাই সত্যি হল। একটা অনলাইন প্লাটফর্মে জাস্ট সোশাল লগিন ব্যবহার করার জন্য ফেসবুক বিজনেস ভেরিফিকেশন করতেই হবে। নইলে আর ফেসবুক লগিন সিস্টেম ব্যবহার করা যাবে না! আর সে বিজনেস একদম খাতায় কলমে সরকারি শীলমোহর-বিশিষ্ট হতে হবে নাকি--- অন্তত আমি বিজনেস ভেরিফিকেশন করতে গিয়ে তাই-ই বুঝলাম। বেশ কিছু লিগ্যাল ডকুমেন্টের কপি ওদের হাতে তুলে দিতে হবে বলে মনে হল। কেন রে জুকারবার্গ? আমি কি আদানি-আম্বানি নাকি, সব রকমের ডকুমেন্ট নিয়ে লিগ্যাল বিজনেস করতে বসেছি নাকি? ফ্রিল্যান্সিং বলে কি পৃথিবীতে কোনো কথা নেই? হবি বা শখ বলে পৃথিবীতে কিছু নেই? অনলাইনে যা করি সবই বিজনেস?!!!

তোর ক্ষুরে ক্ষুরে নমস্কার।
সুধী পাঠকগণ, ফেসবুক লগিনের সুবিধা আপাতত এই পর্যন্তই। এখন থেকে আর ফেসবুক লগিন কাজ করবে না। সেইসঙ্গে ফেসবুকের সাহায্যে রেজিস্ট্রেশনও কাজ করবে না। নতুনভাবে রেজিস্ট্রেশন ও লগিন সিস্টেম না তৈরী করা পর্যন্ত আপাতত ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। ততদিন পর্যন্ত নতুন ইউজারের রেজিস্ট্রেশনও সম্ভব নয়।
সেইসঙ্গে এও জানিয়ে দিচ্ছি যে, আগামীতে আমরা আর কোনো সোশ্যাল লগিন ব্যবহার করব না। রেজিস্ট্রেশনের জন্য বাধ্যতামূলক হিসাবে ইমেল আইডি লাগবে। তাতে মেইল যাবে। একাধিক অ্যাকাউন্টের ব্যবহার রূখতে সফটওয়ারের আগামী আপডেটে কি কি বৈশিষ্ট রাখা যায় সেটি পরে জানিয়ে দেব।

13th December, 2023 6:03 PM
Comments
No Comments!
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)